Shuvo Sarkar
How i locked $2500/Month paying Client!
আমার রিচআউট এর আহামরি কোনো সিক্রেট নেই । তবে আমি মনে করি এত বছরের করা আউটরিচ থেকে সবার সাথে কিছুটা শেয়ার করি ।
লিঙ্কডিন এ ক্লায়েন্ট খুজতেসিলাম । সেলস নেভিগেটর ইউজ করে । সেখান থেকে ৪ টা একাউন্ট টারগেট করি । এরপর তাদের নিয়ে একটু Research করি । পরে পাই এদের মধ্যে টিকটকে রেগুলার পোস্ট করে ২ জন । তাদের কে ম্যাসেজ দেই ।
২ জন রিপ্লাই করে ।
এর মধ্যে ১ জনের সাথেই কন্ট্র্যাক্ট হয় ।
বেসিক কমিউনিকেশনের পরে ইউজুয়ালি মিটিং করতে এতো লেট হয়না ।
ক্লায়েন্ট উধাও হয়ে গেলো । তবে আমার এক্সপেরিয়েন্স থেকে মনে হলো ক্লায়েন্ট বিজি । কিছুদিন পর ফলোআপ করার পর ক্লায়েন্ট রিপ্লাই দিলো।
মিটিং টাইম ফিক্স হলো ।
মিটিং এ তার ব্র্যান্ড এই কয়দিনের রিসার্চ এ প্রায় আমার বুঝা শেষ আমি আমার ইন্ট্রো দিয়ে এরপর আমার করা আগের কিছু কাজ এবং ক্লায়েন্ট এর ব্র্যান্ড শো করলাম ।
মিটিং এর ২য় পার্ট এ ক্লায়েন্ট এর বর্তমান ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট নিয়ে ইম্প্রুভ সাজেস্ট করলাম । এরপর আমার সার্ভিস কিভাবে তার এই বিজনেসে হেল্প করতে পারে সেটা আমার আগের কিছু ক্লায়েন্ট এর কাজ সহ দেখালাম ।
এরপরে ক্লায়েন্ট প্রাইসিং সহ আমাকে একটা প্রেজেন্টেসন রেডি করতে বলে , প্রায় ১২ ঘন্টা পর আমি ক্লায়েন্ট কে পাঠাই ।
টোটাল ২৭০০ ডলারের মত আমি অফার করি ।
ক্লায়েন্ট এর বাজেট ছিলো ২৫০০ ডলার ।
ফাইনালি ২৫০০ ডলারেই আমার ক্লায়েন্ট ক্লোজ হয় ।
Shuvo Sarkar
1 comment
Owaly Ullah
24 Jul, 2025 at 01:10 PM
Great